

মোঃ রফিকুল ইসলাম, চিরিরবন্দর প্রতিনিধি: ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ প্রতিপাদ্য নিয়ে আজ ২৪ অক্টোবর সোমবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ এবং অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, শিক্ষা অফিসার জাকিরুল হাসান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা মোস্তাফিজার রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রেজাউল করিম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশর দিনাজপুর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন।