

কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভার পশ্চিম নুরিয়া সরকারি প্রাইমারী বিদ্যালয়ের এলাকায় আজ দিবাগত রাতে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্থ ঘের মালিক মোঃ কদম আলী মৃধা সময়ের কণ্ঠস্বরকে বলেন, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে রুই, কাতলা মৃগেলসহ নানা প্রাজাতীর দুই লক্ষাধিক টাকার মাছ হত্যা করেছে। তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোক পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।
বাউফল থানার ওসি আজম খান ফারুকী সময়ের কণ্ঠস্বরকে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।