

আন্তর্জাতিক ডেস্ক – চাঁদের আলোয় চন্দ্রধনু সত্যিই বিরল আর এই বিরল দৃশ্য দেখল ইংল্যান্ডবাসি ।
চাঁদের আলো বায়ুমণ্ডলে সূর্যের মতো রংধনু সৃষ্টি করে। একে বলা হয় চন্দ্রধনু। তবে চন্দ্রধনু দেখেছেন, এমন মানুষ পৃথিবীতে খুবই সামান্য। কারণ চন্দ্রধনু প্রকৃতির এক বিরল উপহার। নিসর্গবিদ কেলি গ্রোভিয়ার চন্দ্রধনু নিয়ে বিবিসিতে লিখেছেন। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আকাশে ১৮ অক্টোবর কিছু সময়ের জন্য দেখা যায় চন্দ্রধনু। এর এক জোড়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
লেখায় কেলি গ্রোভিয়ার ব্রিটিশ কবি উইলিয়াম কোলের চন্দ্রধনু দেখার অভিজ্ঞতা উল্লেখ করেছেন। ১৭৯৯ সালে নরফোকে এক শরৎ সন্ধ্যায় একাকী হাঁটছিলেন কবি উইলিয়াম কোল। হঠাৎ রাতের আকাশে তিনি আবিষ্কার করেন রংধনুর মতো বর্ণিল ধনু।
রংধনু সৃষ্টি হয় সূর্যের আলোয়। আর চন্দ্রধনু সৃষ্টি হয় চাঁদের আলোয়। চাঁদের আলোয় আকাশে ধনুর মতো যে আলোকচ্ছটা কবি কোল দেখেছিলেন, তার রূপ তিনি কবিতায় বর্ণনা করেছেন, যার দুটি লাইন এমন- ‘বায়ুম-লে আর্দ্র বাতাস বইছে/ ঝাপসা চাঁদোয়ায় ভেসেছে চন্দ্রধুন।’