

সাভার প্রতিনিধি: আশুলিয়ার গাজিরচট এলাকায় একটি বাসা বাড়িতে তল্লাসী চালিয়ে ২শ পিচ ইয়াবাসহ হারুন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ বিষয়ে ঢাকা জেরা উত্তরের গোয়েন্দা পুলিশের ওসি এ এফ এম সায়েদ সময়ের কণ্ঠস্বরকে জানান, আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়া গাজিরচট এলাকার হারুন মিয়ার বাড়ির অভিযান চালানো হয়। এ সময় বাসা থেকে ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।