

নয়ন বাবু, সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সৃষ্টি একাডেমীর ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সৃষ্টি একাডেমী চত্ত্বরে ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া।
সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, সাংবাদিক তছলিম উদ্দীন, সৃষ্টি একাডেমীর সহকারী শিক্ষক জুয়েল রহমান প্রমূখ। এ সময় সেখানে একাডেমীর সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন।