

সৈয়দ বশির আহেম্মদ, কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা আজ মঙ্গলবার সকালে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। আইন শৃংখলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়াম্যান এস এম আহসান কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান শেখ শামছুদ্দোহা চানঁ সহ উপজেলা পর্যায়ের সকল বিভাগীয় প্রধান, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।