

আন্তর্জাতিক ডেস্কঃ
ইহুদিবাদী ইসরাইলের প্রভাবশালী সেনা কমান্ডার হার্দ দুফ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সিরিয়ায় সন্ত্রাসবিরোধী সংগ্রামে হিজবুল্লাহর ব্যাপক সাফল্যের প্রতি ইঙ্গিত করে ওই কমান্ডার বলেছেন, সিরিয়ায় যুদ্ধ করার পরও হিজবুল্লাহর শক্তি কমেনি।
তিনি বলেন, ইসরাইলকে মোকাবিলার শক্তি ক্রমেই বাড়াচ্ছে হিজবুল্লাহ এবং এ পরিস্থিতি উদ্বেগজনক।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, গাজায় পরবর্তী যুদ্ধ হবে প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে শেষ যুদ্ধ। এ প্রসঙ্গে ইসরাইলের রাজনৈতিক বিশ্লেষক আমের রাবাবুর্ত বলেছেন, গাজায় পুনরায় যুদ্ধ শুরু করলে তা ইসরাইলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি নৃশংসতা বৃদ্ধির জবাবে ২০১৫ সালের অক্টোবর থেকে প্রতিরোধ তৎপরতা জোরদার হয়েছে। ইসরাইলি হুমকি সত্ত্বেও ফিলিস্তিনিরা প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে বলে গাজার নেতারা ঘোষণা করেছেন।