

বিনোদন ডেস্কঃ উরির ঘটনায় পাক শিল্পী বয়কট নিয়ে দ্বিধাবিভক্ত বলিউড৷ বিপক্ষে কথা বলতে গিয়ে অনেকেই যখন আক্রমণে বিব্রত, তখনই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ পাশে দাঁড়ালেন করণ জোহরের৷
শিল্প কলায় রাজনীতির হস্তক্ষেপকে তিনি যে সমর্থন করেন না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নাসিরুদ্দিন শাহ৷ যে কোনও ইস্যুতেই বলিউড সকলের প্রথম এবং প্রধান টার্গেট, এটাই তার ক্ষোভের কারণ৷
তিনি বলেন, করণ জোহরের তিনি ফ্যান না হলেও, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটি তিনি অবশ্যই দেখবেন৷ করণ জোহরের ক্ষমা চাওয়া উচিৎ নয় বলেও জানান তিনি৷
শিল্পীর পরিশ্রমকে সম্মান দেওয়ার পক্ষপাতী এই অভিনেতা৷
তাই উগ্রপনহী দল মহারাষ্ট্র নবনির্মান সেনাদের প্রতি বিদ্রুপ ঝরে পড়ল তার গলায়৷ বলেছেনঃনাসিরুদ্দিন শাহ৷ “বলিউডে শিল্পীদের আক্রমন না করে, পারলে পাক সীমান্তে গিয়ে যুদ্ধ করেন বরং দেশের উপকার হবে৷”