

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে এক জন ক্যাবিনেট সচিবের বেতন রাষ্ট্রপতির চেয়ে বেশি! তাতে যে রাষ্ট্রপতির সম্মান ঠিকঠাক থাকে না! এত দিনে বোধোদয় হল কেন্দ্রীয় সরকারের!

প্রতিকী ছবি প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম
এবার বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, রাজ্যপালদের। আর সেটা একেবারে লাফিয়ে বাড়ছে। রাষ্ট্রপতির বেতন প্রতি মাসে দেড় লক্ষ টাকা থেকে প্রায় সাড়ে তিন গুণ বেড়ে হচ্ছে পাঁচ লক্ষ টাকা। উপ রাষ্ট্রপতির বেতন প্রতি মাসে এক লক্ষ দশ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা। আরও আছে। এ বার রাষ্ট্রপতির জন্যও চালু হচ্ছে পেনশন।
অবসর নেওয়ার পর রাষ্ট্রপতি মাসে পেনশন পাবেন দেড় লক্ষ টাকা করে। আর তাঁদের স্ত্রীরা সচিব ভাতা পাবেন মাসে ৩০ হাজার টাকা করে। রাষ্ট্রপতির বেতন শেষ বার বেড়েছিল ২০০৮ সালে। মাসে ৫০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছিল দেড় লক্ষ টাকা।
তবে সংসদের অনুমোদন লাগবে এই বেতন-বৃদ্ধি করতে। আসন্ন শীত অধিবেশনেই তা পাশ হবে।
২০১৬-র জানুয়ারি থেকেই রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বাড়তি বেতন দেওয়া হবে।