

বিনোদন ডেস্ক- উত্তরার বিভিন্ন লোকেশন ঘুরে ছবিটি ঢুকে বিএফডিসির মুক্তিযোদ্ধা জসীম ফ্লোরে। আর সেখানেই গেল সোমবার-মঙ্গলবার টানা দুদিন ‘ভালো থেকো’র গানের শুটিং হয়। এটি ছিলো ছবিটির প্রথম গানের শুটিং।
‘বিয়ের নামে ভয় যে করে/একাই আছি বেশ, বউয়ের বায়না মেটাতে হায়/ সারাজীবন শেষ’ এমনই কথায় গানের শুটিং হয়। গানটির গীতিকার কলকাতার প্রিয় ভট্টাচার্য। সঙ্গীতায়োজন করেছেন কলকাতার স্যাভি। তবে গানটিতে মূল কণ্ঠ কার থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। ডেমো গানেই ছবিটির শুটিং চলে। তানজিল আলমের কোরিওগ্রাফিতে গানটির শুটিংয়ে অংশ নেন আরিফিন শুভ, তানহা তাসনিয়া।
এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার শুভ বলেন, ’ভালো থেকো’ ছবির একটি গানের দৃশ্যধারণ হচ্ছে। যার কারণেই চিত্রনাট্যের সঙ্গে মিল রেখে বিয়ে বাড়ির আদলে সেটটি ডিজাইন করা হয়েছে। আজকের দৃশ্যে নায়িকার বোনের বিয়ে হচ্ছে, আমরা বর পক্ষ, নায়িকা হচ্ছে কনে পক্ষ। আমরা এসেছি কনের বাড়িতে। সেখানে বিভিন্ন ধরনের হাস্যরসের ঘটনা ঘটে। তারপরে বিদায় হওয়ার আগে একটা গান হয়, এটি হচ্ছে সেই গান। যার দৃশ্যধারণ চলছে।’

শুভ-তানহা ও কোরিওগ্রাফার তানজিল
নায়িকা তানহা বলেন, আজকের দৃশ্যে আমার বড় বোনের (তানিন সুবহা) বিয়ে। সে কারণেই বেশ মজা হচ্ছে। আর এ কারণে ছবির দৃশ্যে সম্পর্কে শুভ ও আমি বেয়াই-বেয়াইন। আর যে গানটির দৃশ্যধারণ হচ্ছে এতে পুরো বিষয়টিতে এক ধরনের পারিবারিক আবহ থাকছে।’
সিনেমাটিতে শুভ’র নাম জয়— সে একজন আর্কিটেক্ট। অন্যদিকে তানহার নাম নীলা। তানহার বড় বোনের সাথে শুভ’র ভাইয়ের বিয়ে হয়। তানহার বড় বোনের চরিত্র করছেন তানিন সুবাহ।
‘ভালো থেকো’ প্রযোজনা করছে দি অভি কথাচিত্র ও নিউজেন এন্টারজেন এন্টারটেইমেন্ট। ২০১৭ সালের ভালবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।