

এম,ইব্রাহিম খলিল, সীতাকুন্ড প্রতিনিধি: উপজেলার ছোট কুমিরা মসজিদ্দা দেলী পাড়া এলাকায় মো: হারেছ ইসলাম (২৫) নামে এক ফার্নিসার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ৭।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ অভিযান চালিয়ে হারেছের দোকান থেকে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় র্যাব ৭ তাকে গ্রেপ্তার করে । বুধবার ভোর সাড়ে ৫ টায় সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করেছে।
হারেছ ইসলাম মসজিদ্দা দেলী পাড়ার এলাকার মো: জয়নাল আবদীনের পুত্র। হারেছের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ,মামলা নং ৪৭/১০ তাং ২৬/ ১০/২০১৬ইং।
সীতাকুন্ড মডেল থানায় ৪ জন ওয়ারেন্টভুক্ত ও ২জন মামলার আসামী গ্রেপ্তার করেছে।
অভিযান জোরদার করা হয়েছে বলে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইফতেখার হাসান পিপিএম জানান। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী সহ মোট ৭ জনকে কোটে চালান দেওয়া হয়েছে।