
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর-আমতলা বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার সকালে উপুর্যূপুরী তৃতীয় দিনের মত আবারও ৪০ কেজি পদ্মার ইলিশ আটক করেছে উপজেলা মৎস কর্মকর্তা। পরে আটককৃত ইলিশ উপজেলার ৪টি এতিমখানায় বিতরণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।
উপজেলার ছত্রাজিতপুর, সেলিমাবাদ, হাজারকিঘী কয়লারদিয়াড় ও ইসলামী একাডেমী এতিমখানায় আটককৃত মাছগুলি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরণ মন্ডল সহ উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা।