

মতিন রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরার দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী নবগঙ্গা নদী। এই নদী থেকে কারেন্ট জালে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। এতে নদীতে মাছের সংখ্যা কমে আসছে।
মাছ ধরার এলাকাগুলো হচ্ছে, মাগুরা সদর পাশের আলোকদিয়া,শত্রুজিৎপুর, গোয়ালবাথান, বাটাজোড়ঘাট, পলিতা বাজারসহ মহম্মদপুর
উপজেলার বিনোদপুর, রাড়ীখালী, রাজাপুর, ও নহাটায়। উক্ত এলাকার বিভিন্ন হাটে বাজারে জালে ধরা মাছ বিক্রি করতে দেখা যাচ্ছে।
জানা গেছে, নদী পাড়ে বসবাসরত জেলেরা কারেন্ট জালে ধরছে মাছ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে জানান, কারেন্ট জালে শিকার করা মাছ স্থানীয় গ্রামে ও হাটে বাজারে বিক্রি করেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল নদী থেকে কারেন্ট জালে মাছ ধরা বন্ধ করতে প্রশাসনের প্রতি বিশেষভাবে নরজদারি বাড়ানোর কথা বলা হচ্ছে।