

স্পোর্টস আপডেট ডেস্কঃ
দেহব্যবসায় জড়িত থাকার অভিযোগে ভারতে এক ৩২ বছর বয়সী মডেলকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। পুণের ফোর স্টার হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুণে সিটি ক্রাইম ব্র্যাঞ্চ। পুলিশ তাঁর নামও জানিয়েছে। তিনি আরশি খান।
প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা একসময় নিজেই জানিয়েছিলেন আরশি। এমনকী সে সময় তাঁর দাবি ছিল, আফ্রিদির সন্তানের নাকি মা-ও হতে চলেছেন তিনি!
পুণের ওই হোটেলে দেহব্যবসা যে চলছে তার খবর আগে থেকেই পুলিশের কাছে ছিল। অপরাধীদের ধরার জন্য পুলিশ ফাঁদ পাতে। ছদ্মবেশে দালালদের সঙ্গে কথা বলে তাঁরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান। বুধবার ভোর পাঁচটার দিকে হোটেলের ঘরে এজেন্টদের সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন আরশিকে। যদিও আরশি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তাঁর বয়ান রেকর্ড করে আপাতত তাঁকে অবজারভেশন হোমে পাঠানো হয়েছে।