

মোশারফ হোসাইন তযু, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুরের রঙিলা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের চাপায় ইশরাত জাহান নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে কারখানা ছুটির পর আদিব ডাইং কারখানার ওই শ্রমিক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা প্রায় আধাঘণ্টা সহাসড়ক অবরোধ করে রাখে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নিহত ইশরাত জাহান ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার স্বল্পচর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী। নিহত ইশরাত জাহান মাওনা এলাকার কবীর হোসেনের বাড়ির ভাড়াটে।