

নিজস্ব প্রতিনিধি,সময়ের কণ্ঠস্বর: শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বিনয় কৃষ্ণ মন্ডল (৪৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার মিঠাপুকুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিনয় কৃষ্ণ মন্ডল সেরুডাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং মিঠাপুকুর উপজেলার পুটিমারী গ্রামের বাসিন্দা ।
জেলা পুলিশ সুত্রে জানা যায় যে, জানায়, বিনয় কৃষ্ণ মন্ডল নিজেকে মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে লোকজনের নিকট থেকে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।
একপর্যায়ে মিঠাপুকুর থানাধীন বৈরাতী বাজারের বিকাশ এজেন্ট বজলুর রশীদ এর নিকট থেকে মোবাইল নং-০১৭২৭-২২৬৫৯১, ০১৮৭৯- ৯৪২০৪২, ০১৭৭৪-১৬৮৯৯৯ এর মাধ্যমে ৮৫/৯০ হাজার টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।
এছাড়াও উপজেলার খামার ফতেহপুর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে মেনছার আলীর কাছ থেকে ২,৬৬,০০০/- (দুই লক্ষ ছয়ষট্টি হাজার ) টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেনে।
এ ঘটনায় মেনছের আলী থানায় লিখিতভাবে এজাহার দাখিল করেন। বাদী মেনছার আলীর অভিযোগের প্রেক্ষিতে মিঠাপুকুর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আসামী বিনয় কৃষ্ণ মন্ডলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।