

বিনোদন ডেস্ক- দেশের প্রেক্ষাগৃহে আয়নাবাজি দেখার জন্য দর্শকেরা যখন টিকিটের জন্য হাহাকার করছেন, ঠিক তখনই এল একটি দুঃসংবাদ। ২০ অক্টোবর রাতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টেলিভিশন-এ আপলোড করা হয় পুরো ছবিটি। এরপর সেখান থেকে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি। এমনকি ফেসবুক লাইভেও চলে আসে আয়নাবাজি। বিষয়টি টের পেয়ে পরদিনই ছবিটি সরিয়ে নেয় যথাযথ কর্তৃপক্ষ।
সম্প্রতি মুক্তি পাওয়া অমিতাভ রেজার এ সিনেমা পাইরেসি করার অভিযোগে এক তরুণকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম টিম। আটকৃতের নাম আতিকুল ইসলাম অভি।
বুধবার রাত আড়াইটায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার সিনিয়র এসি এ এস এম হাফিজুর রহমান। তার কাছ থেকে দুটি হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
পুলিশ বলছে, অভির বিরুদ্ধে অভিযোগ রয়েছে আয়নাবাজি চলচ্চিত্রটি রেকর্ড করে ফেসবুকে ছেড়েছিলেন তিনি।