
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলায় মাদক সেবনের দায়ে এক কলেজ শিক্ষকসহ ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডিতরা হলেন নাচোল ডিগ্রি কলেজের শিক্ষক মাক্তাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তুহীন আলী, হাজিডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে রুমান আলী ও বেলাল আনসারির ছেলে মনজুর আনসারি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে জানান, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কন্যানগর গ্রামের একটি মুরগী খামারে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ ওয়াসিফ অবিযুক্তদের প্রত্যেককে ২ হাজার করে মোট জরিমানা করেন।