

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জের পুরান বাজারে রেলের নিচে কাটা পড়ে নবীগঞ্জের আবিদা বেগম নামে এক মহিলা মর্মান্তিক মৃত্যু হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আবিদা বেগম (৪৫) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মত্তব্বরি হোসেনের স্ত্রী।
সুত্রে জানা যায়, উপজেলার সাতাইহাল গ্রামের মত্তব্বরি হোসেনের স্ত্রী আবিদা বেগম বুধবার সকালে সুদিয়খলা বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষে বিকেলে স্বামীর বাড়ির ফেরার পথে শায়েস্তাগঞ্জ পুরানবাজার নামকস্থানে রেলপথে কুশিয়ারা পরিবহণের রেলের নিচে কাটা পড়ে। এতে আবিদা বেগম (৪৫) এর মর্মান্তিক মৃত্যুর শিকার হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এস আই ওমর ফারুক লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে সন্ধায় সাতাইহাল খেলার মাঠে জানাযার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আবিদা বেগমের স্বামীর বাড়ি ও পিতার বাড়িতে শোকের মাতম চলছে।