
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাহাপুর (ধোপপুকুর) এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ সুমন আলী (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সুমন আলী উপজেলার কলাবাড়ী এলাকার হযরত আলীর ছেলে। গতকাল বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাহাপুর (ধোপপুকুর) এলাকায় কয়েক ব্যক্তি ভারতীয় জাল রুপি লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলমের নেতৃত্বে র্যাব সদস্যরা বুধবার দুপুর দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ সুমন আলীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব।