

ভারতীয় অভিনেত্রীদের যেমন ভাল অভিনয় জানতে হয় তেমনি রূপও ধরে রাখতে হয়। নতুন নতুন অভিনেত্রীদের ভিড়ে যারা নিজেদেরকে ঠিক রাখতে পারেন তারাই টিকে থাকেন বলিউড জগতে। এখনকার অন্যতম জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা ভক্তদের কাছে প্রিয় তার সাবলিল অভিনয় ও সুন্দর ত্বকের জন্য।
কীভাবে ত্বক এতটা সতেজ রাখন আনুশকা? আসলে বলিউড অভিনেত্রীরা হলিউড তারকাদের মত অনেক দামী কসমেটিক ব্যবহার করেন না। ঠিক আনুশকাও এর বাইরে নন। আনুশকার রূপের রহস্য নিম পাতা। তিনি প্রতিদিন মুখে নিম পাউডার (শুকনো নিম পাতা গুড়া) মাখেন।
নিম পাতার গুড়ার সঙ্গে দই, গোলাপ জল এবং দুধ দিয়ে প্যাক বানান তিনি। ভারতে নিম পাতা ব্যবহার খুবই সাধারণ। ব্যাকটেরিয়া বিরোধী, ফাঙ্গাল বিরোধী নিম পাতা ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাবও চুষে নেয়।