

সময়ের কণ্ঠস্বর- যারা সরকারের বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করছেন তাদের সমালোচনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যে কোনো কাজের বিরোধিতা করা সহজ। কিন্তু কাজ করে দেখানোই কঠিন। শেখ হাসিনার সরকার কাজ করে দেখাচ্ছেন।
বৃহস্পতিবার এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিরোধিতা থাকবেই। এর মধ্য থেকেই এগিয়ে যেতে হবে। যারা সরকারের বড় প্রকল্পে এগিয়ে আসছেন, যারা বিনিয়োগ করছে, তাদের সাধুবাদ জানাই।
নসরুল হামিদ বলেন, ‘আগামী তিন বছরের মধ্যেই বাসাবাড়িতে ব্যবহারের জন্য ৭০ শতাংশ এলপি গ্যাস সরবরাহ করা হবে।’ পাইপ লাইনের গ্যাসের চাপ কমানো এবং গ্যাসের অপচয়রোধে সরকার বাসাবাড়িতে এলপি গ্যাস সরবরাহ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।