

আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ চীন সাগরে আজ(বৃহস্পতিবার) দিনভর সামরিক মহড়া চালাবে বেইজিং এবং ওই এলাকা দিয়ে যান চলাচলের ওপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে। দক্ষিণ চীন সাগরে বেইজিং’এর ভূমি উদ্ধার প্রকল্পের কাছ দিয়ে মার্কিন নৌবাহিনীর উসকানি মূলক টহলের পরই তড়িঘড়ি মহড়ার পদক্ষেপ নিল বেইজিং।
গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ পার্সেল দ্বীপপুঞ্জের কাছ দিয়ে টহল দেয়। মার্কিন এ তৎপরতাকে ‘অবৈধ’ এবং ‘উসকানি’মূলক হিসেবে অভিহিত করেছিল চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জাপান টাইমস জানিয়েছে, চীনের নৌপথ নিরাপত্তা প্রশাসন যে বিবৃতি দিয়েছে তা থেকে আভাস পাওয়া যাচ্ছে যে আজ(বৃহস্পতিবার) দিনভর ওই এলাকায় মহড়া চালাবে চীন। অবশ্য এ মহড়া প্রসঙ্গে চীনা কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য দেয় নি।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকার ওপর নিজ সার্বভৌমত্ব দাবি করছে বেইজিং। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের প্রচণ্ড টানাপড়েন চলছে । প্রতিবেশী বেশ কয়েকটি দেশকে মদদ দিচ্ছে আমেরিকা। নৌপথে চলাচলের কথিত স্বাধীনতার নামে কয়েক দফা বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে টহল দিতে নিজ নৌবাহিনী পাঠিয়েছে ওয়াশিংটন।