
জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যানপুরে আজ বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় আল আমিন (৫০) নামে একজন মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তিনি সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের হরিনগর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে কল্যানপুর হটিকালচার সেন্টার মূল ফটকের সামনে দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী দ্রুত আহতকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরী বিভাগ সূত্র জানায়, অবস্থা মূমুর্ষূ হওয়ায় আল আমিনকে বেলা সাড়ে এগারটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার পর এলাকাবাসী গম বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-০১৯৯) আটক করে সদর থানা পুলিশে দেয়। কিন্তু এর চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।