

হামিদুর রহমান, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, আজ শনিবার ভোর রাতে দিকে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদক উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চুরাকারবারিরা পালিয়ে যায়।