
সময়ের কণ্ঠস্বর ডেস্ক- অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে আওয়ামী লীগের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের তালিকা অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা জানিয়ে দেওয়া হয়।