

সময়ের কণ্ঠস্বর- লোক দেখানো সার্চ কমিটি করে লাভ নেই। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে। তাই ভালো কিছু করার ইচ্ছা থাকলে এখনই কাজ শুরু করতে হবে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা।
শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি) আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হুদা বলেন, অনেক দেশেই ইসি নির্বাচনে কোনও ভূমিকা রাখে না। পুলিশ বাহিনীরও প্রয়োজন পড়ে না। জনগণই নির্বাচনকে স্বত:স্ফূর্ত উৎসব হিসেবে পালন করে। আমরা এখনো সে স্তরে যেতে পারিনি এমন আক্ষেপ করে তিনি বলেন, ইউরোপের দেশগুলোর কথা চিন্তা না করে ভারতীয় উপমহাদেশের বিশেষ করে ভারতের নির্বাচন পদ্ধতি অনুসরণ করতে পারলে ভালো।
সাংবিধানিক নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন গঠনের জন্য আইনি কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাহলে কমিশন গঠন নিয়ে সৃষ্ট বিতর্ক কমে আসবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও একটি নিরপেক্ষ ইসি গঠনের লক্ষ্যে দেশের রাজনৈতিক অঙ্গণে জোর আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নাকি প্রার্থীসহ জনগণের ভূমিকা বেশি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিএফডি।