

সময়ের কণ্ঠস্বর – জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থীদের মনোনয়নের জন্য গঠিত দুই বোর্ডের প্রধান হলেন দলের সভাপতি শেখ হাসিনা।
শনিবার (৩০ অক্টোবর) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধান করে ১১ সদস্যের সংসদীয় বোর্ড, ১৯ সদস্যের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড ঘোষণা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের মনোনীত করেন সংসদীয় বোর্ড । আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনীত করবেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
সংসদীয় বোর্ডের অন্য সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, আলাউদ্দিন আহমেদ ও মো. রশিদুল আলম।
শেখ হাসিনার নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা হলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, মোহাম্মদ নাসিম, মো. আব্দুর রাজ্জাক, ফারুক খান, ওবায়দুল কাদের, আলাউদ্দিন আহমেদ, মো. রশিদুল আলম, মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গির কবির নানক ও আব্দুস সোবহান গোলাপ।