

বিনোদন ডেস্ক – ভাট সাহেবের সবচেয়ে আদরের কন্যা আলিয়া ভাট। ঘরের ছোট মেয়ে বলে পরিবারে তার অবস্থানটাও সেরকমই। তাই বাবাকে নিয়ে সরাসরি বলে দিলেন, বেফাঁস কথা।
আলিয়া দাবি করেন, বাবা (মহেশ ভাট) নাকি বড্ড হিংসুটে! মেয়েরা অন্য কাউকে গুরুত্ব দিলে সহ্য করতে পারেন না।
সম্প্রতি মেয়েদের নিয়ে এক অনুষ্ঠানে বাবা মহেশ ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন। সেখানেই এমন মন্তব্য করেন আলিয়া।
জানান, ‘আমি কাউকে উপহার দিলেই মুখ ভার করে বসে থাকে বাবা। আজেবাজে প্রশ্ন করেন। উপহারের দাম জানতে চান। অভিযোগ করেন, আমি নাকি তাকে দামি উপহার দিই না।’
বড় মেয়ে শাহিনের সঙ্গেও নাকি এমন ব্যবহার করেন তিনি। শাহিনকে তার প্রেমিক কিছু দিলেও নাকি চটে যান তাদের বাবা। সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়েন। বলেন, ‘প্রেমিক তো মোটে একটা উপহার দিয়েছে। আমি তিন–চারটে দেব।’
মেয়ের অভিযোগ মেনে নিয়েছেন মহেশ ভাট। বলেছেন, ‘মেয়েদের খুব ভালবাসি। বন্ধু মনে করি ভয় হয়, কেউ যদি জায়গাটা ছিনিয়ে নেয়!’