

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে হাথুরুসিংহে বলেন, শুরুটা সব সময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানসিকভাবে এগিয়ে থাকার জন্য। ছেলেরা যেভাবে অনুশীলন করেছে, শরীরী ভাষা যা দেখছি, টাইগাররা বেশ আত্মবিশ্বাসী। এখন ম্যাচে ব্যাটিং করি বা বোলিং, দ্রুত খেলাটার লাগাম ধরতে হবে। আমরা এখন সেটিই করতে চাই।
তবে নিউজিল্যান্ড সফর যেকোনো দলের জন্যই পরীক্ষার জায়গা বলে মনে করেন হাথুরুসিংহে। সেদিক থেকে নিউজিল্যান্ড সফরকে বাংলাদেশের উন্নতি পরিমাপ করার সুযোগ হিসেবেও দেখছেন এই কোচ।
প্রিয় দর্শক
খেলাটি লাইভ দেখুন এখানে
সিনেমায় নয়! বাস্তবের ‘নাগ-নাগিনী’দের অসাধারণ ও বিরল কিছু নাচ