

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অসহায় ও দু:স্থদের মাঝে সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় জেলা সদরের কানাইপুরের পুরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্ব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম উন্মে সালমা তানজিয়া, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সার্বিক সহযোগীতায় অকো টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির পরিচালক আবদুর রহমান মোল্লা, সমাজসেবক ও সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদুর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, জসিম উদ্দিন, রুহুল আমিন মাস্টার প্রমূখ।
উল্লেখ্য, কানাইপুর ইউনিয়নসহ গট্টি, ভাবুকদিয়া, আড়য়াকান্দি, আটঘর, পুটিয়া, জয়কাইল, চাঁদপুর, রুনকাইল অঞ্চলে প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে এ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।