

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
সোমবার ভোর সাড়ে ৪টায় সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলি উদ্ধার করা হয়।
দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তেলকুপি বিওপি’র একটি টহল দল হাবিলদার লিয়াকত আলীর নেতৃত্বে ফাঁদ পেতে ভারতের দিক হতে মাথায় পোটলা নিয়ে আসা চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পোটলা ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া পোটলা হতে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা করা হয়েছে।