

সময়ের কণ্ঠস্বর – হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিউল আলমের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা।