

ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে মমিন মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মুনিরাম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মমিন মিয়া একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বামনডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নজমুল হুদা জানান, সকালে প্রতিবেশী মনজু মিয়ার কাঁঠাল গাছে গলায় মাফলার পেঁচানো অবস্থায় মমিনের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে কোনো কারণে তিনি আত্মহত্যা করেছেন।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক তাজুল বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।