

লালপুর প্রতিনিধি: লালপুরে পদ্মার চরে কলেজ ছাত্র জালাল হত্যার বিচারের দাবীতে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নাটোরের লালপুর উপজেলার লালপুর ত্রিমোহনী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা ৩৫ মিনিটে শুরু হয়ে ১২ টা ৩ মিনিটে মানববন্ধনটি শেষ হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা তুহিন, নিহত জালালের মা রাজিয়া বেওয়া ও আমানুল্লাহ। বক্তারা জালাল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, পাবনা এ্যাডওয়ার্ড সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জালাল (২৫) কে গত শনিবার দিবাগত রাতে কে বা কাহারা হত্যা করে দক্ষিন লালপুর এলাকার পদ্মার চরে একটি মোটর ক্ষেতে গলা পর্যন্ত পুতে রাখে। এ ব্যাপারে জালালের বড় ভাই আলাউদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।