

আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়া সব তোপলোভ টিইউ-১৫৪ বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করেছে। কৃষ্ণ সাগরে রুশ একটি তোপলোভ বিমান বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবাই নিহত হওয়াকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এটি বলবত থাকবে বলে জানানো হয়েছে।
সিরিয়াগামী বিধ্বস্ত রুশ সামরিক বিমানের ব্ল্যাকবক্স পাওয়া গেছে বলে খবর প্রচারিত হওয়ার অল্প পরেই এ নির্দেশ দেয়ার খবর প্রকাশিত হয়।
সাগরের পানি নিচ থেকে আজ(মঙ্গলবার) বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের পর ডুবুরিরা ওই এলাকায় তল্লাসি চালায়। বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের বিষয়টি এর আগে নাকচ করে দিয়েছে রুশ কর্মকর্তারা। তাস সংবাদ সংস্থা বলেছে, ব্ল্যাকবক্সে ফ্লাইট সংক্রান্ত তথ্য রয়েছে এবং বিশ্লেষণের জন্য এটাকে মস্কো পাঠানো হবে।
সিরিয়া যাওয়ার পথে টিউ-১৫৪ বিমানটি সৌচির উপকূলে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। বিমানের আরোহীদের মধ্যে ৬০ জন রুশ সামরিক সংগীত দলের সদস্য এবং নয়জন ক্রু ও সাংবাদিক ছিলেন।
বিমানটি পাইলটের ভুল বা যান্ত্রিক ত্রুটিতে কারণে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য তদন্তের মাধ্যমে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।