

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বোর্ডের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুল খালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইয়াসমিন।
বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা কৃষি অফিসার আব্দুুল ওয়াদুদ, মৎস্য অফিসার ওয়ালিউর রহমান, বিআরডিবির ইউআরডিও সামসুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার সফল ১টি সমিতি, ১ জন ম্যানেজার, ১ জন সভাপতি, ১ জন সমবায়ী ও সংশ্লিষ্ট ৬ কর্মচারীকে পুরস্কৃত করা হয়।