

বিনোদন ডেস্ক- তেলেগু ভাষায় নির্মিত সিনেমা ‘কয়েদি নং ১৫০’ মুক্তির আগেই ১০০ কোটি রুপির বেশি আয় করতে সক্ষম হয়েছে। সিনেমার টিজার বা ট্রেইলার কোনো কিছুই এখনো প্রকাশিত হয়নি। তবু সিনেমাটি ঘরে তুলেছে ১০০ কোটি রুপির বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটুডে’তে প্রকাশিত প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
সিনেমাটি নির্মাণ করছেন ভি ভি বিনায়ক। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ নয় বছর পর রুপালি পর্দায় ফিরছেন দক্ষিণী সিনেমার মহাতারকা চিরঞ্জীবি। চিরঞ্জীবি ছাড়াও এতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, শ্রেয়া সরণ প্রমুখ।
ভারতীয় চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, ২০১৭ সালের সর্বাধিক প্রতীক্ষিত সিনেমা এটি। তবে মুক্তির পরই বোঝা যাবে বক্স অফিসে কতটা সফলতা পায়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট রাইট এবং ডিস্ট্রিবিউশন স্বত্ব বিক্রি করেই এই মোটা অঙ্কের অর্থ ঘরে তুলেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। ২০১৭ সালে ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।