

সময়ের কণ্ঠস্বর – নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সচ্ছ হয়নি বলে অভিযোগ তুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই নির্বাচন ফেয়ার হয়নি, ভেতরে ভেতরে ষড়যন্ত্র হয়েছে।
মঙ্গলবার রাতে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বেগম খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নাই। আওয়ামী লীগের জন্য এক রকম আইন আর অন্য সকলের জন্য আরেক রকম আইন। আওয়ামী লীগের লোকেরা অণ্যায় করেও পার পেয়ে যায়; বিচার হয় না। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে আওয়ামী লীগের লোকেরা জড়িত। এদের ধরলেই সব বের হয়ে আসবে। কারা সন্ত্রা ও জঙ্গিবাদের সাথে জড়িত।
আওয়ামী লীগের আমলে কোন ধর্মের লোক নিরাপদ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, সংখ্যালঘুরা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। হিন্দুদের জায়গা দখল করা হয়েছে। কিন্তু বিএনপি মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টানসহ অন্যান্য ধর্মের লোকদের সমান ভাবে দেখে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মের লোকদের নিয়ে কাজ করেছেন। তিনি সকলকে দলের কাজ করার দায়িত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই।
এ সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালবার্ট পি কস্তাসহ বিএনপি ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।