

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকা হতে ১৪১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি টহল দল মালিকবিহীন অবস্থায় এ গুলি উদ্ধার করে।
আজ বুধবার দুপুর সোয়া ১২টায় ৫৯’বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মোহাম্মদ সরওয়ার এক প্রেসনোটে ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, নিজস্ব সোর্সের সংবাদের ভিত্ত্বিতে শিয়ালমারা বিওপির সুবেদার নুরুল আমীনের নেতৃত্তে একটি টহল দল স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড সংলগ্ন এলাকা থেকে ১৪১৫ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ফেন্সিডিলগুলির জব্দ মূল্য ৫ লক্ষ ৬৬ হাজার টাকা।