

সময়ের কণ্ঠস্বর ডেস্ক- দেশে প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯ থেকে দুইটা পর্যন্ত চলে এ নির্বাচনের ভোট গ্রহণ। ৬১ জেলার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২১ চেয়ারম্যান।
২১ জেলায় চেয়ারম্যান বাদে অন্যান্য পদে ভোটগ্রহণ শুরু হয় যথানিয়মে। এ ছাড়া বগুড়ার চেয়ারম্যানসহ পদসহ তিনটি ওয়ার্ডের সাধারণ পদে ভোটগ্রহণ স্থগিত করা হয় হাইকোর্টের নির্দেশে। ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফলাফল। নির্বাচিত হলেন যারা— –
সিলেট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সাবেক জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ : এ জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার : মৌলভীবাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক হুইপ ও সাবেক জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ (বিনাপ্রতিদ্বন্দ্বীতা) : এ জেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
বরিশাল : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মইদুল ইসলাম ৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরগুনা : বরগুনায় জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোর হোসেন নির্বাচিত হয়েছেন।
রংপুর : রংপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাড. ছাফিয়া খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট : লালমনিরহাটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শরীয়তপুর : শরীয়তপুরে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪৬ ভোট পেয়ে অাওয়ামী লীগের ছাবেদুর রহমান খোকা সিকদার বিজয়ী হয়েছেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে তালগাছ প্রতীক নিয়ে ৫০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ফকির আব্দুল জব্বার।
জামালপুর : জামালপুরে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা : সাতক্ষীরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম জয়লাভ করেছেন। তিনি ১২টি কেন্দ্রে ৬৫৩ ভোট পেয়েছেন।
মেহেরপুর : মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ গোলাম রসুল (আনারস) নির্বাচিত হয়েছেন। তিনি ১০৭ ভোট পেয়েছেন।
কক্সবাজার : কক্সবাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কুমিল্লা : কুমিল্লায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক নৌ-বাহিনীর প্রধান মো. আবু তাহের (চশমা) বিজয়ী হয়েছেন।
পাবনা : পাবনায় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।