

সময়ের কণ্ঠস্বর – প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, আমরা সব সময় চেষ্টা করছি যাতে নির্বাচনগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বুধবার বিকালে ভোট গ্রহণ শেষে রাজধানীর আজিমপুরের একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। খানিক বিরতি দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শুরু হয়।
এদিকে আদালতের নির্দেশে নোয়াখালীতে ৪ নম্বর ওয়ার্ডে সব ধরনের পদে এবং ২, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া যশোরে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে এবং সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত আছে। আর মাগুরায় ১১ নম্বর ওয়ার্ডে সব ধরনের পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বগুড়ায় চেয়ারম্যান পদে ও গাইবান্ধায় ৮ ও ১০ নম্বর ওয়ার্ডে সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।