

সময়ের কণ্ঠস্বর: ২০১৬ সালে দল গোছানোকেই বিএনপির সাফল্য হিসেবে দেখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও এ বছর দলের আরো অনেক সাফল্য আছে বলে মনে করেন তিনি।
এক বছরে বিএনপির নিজের কাজের মূল্যায়ন করতে বলা হলে ফখরুল বলেন, চলতি বছরে আমাদের সাফল্য অনেক। আমরা সফলভাবে কাউন্সিল করতে পেরেছি। প্রতিকূল অবস্থার মধ্যেও দল গোছাতে পারা এটাও আমাদের সাফল্য।
বুধবার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২০দলীয় জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে এ কথা বলেন ফখরুল। গত সোমবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন প্রধান।
চলতি বছরের ১৯ মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন করে বিএনপি। এরপর দলের ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
মির্জা ফখরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের স্মরণে বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা করছি। ওই দিনের কর্মসূচি হবে সম্পূর্ণ গণতান্ত্রিক।