

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: কোন বিশৃঙ্খলা ছাড়াই ২৮ ডিসেম্বর শান্তিপুর্ন ভাবে লালমনিরহাটে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ও ফলাফল ঘোষনা হয়।
জেলার ৫ উপজেলায় দুটি পৌরসভাসহ ৪৫ টি ইউনিয়ন নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ৬২৬ জন ভোটারের মধ্যে ৬২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ১ টি ভোট বাতিল হয়।
চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হন, জেলা আ’লীগ সমর্থিত প্রার্থী এ্যাড. মতিয়ার রহমান। তিনি কাপ পিরিচ প্রতিকে মোট ৩৭৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী নজরুজ হক ভোলা পাটোয়ারী মটর সাইকেল প্রতিকে ১৫৫ ভোট ও হাবিবুর রহমান হাবিব আনারস প্রতিকে ৮৯ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী হয়েছেন, পাটগ্রাম উপজেলার ১ নং আসনে মনোয়ারা বেগম (দোয়াত-কলম) ৪৭ ভোট, হাতীবান্ধা উপজেলার ২ নং আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মজিনা বেগম, কালীগঞ্জ উপজেলার ৩নং আসনে নিলুফা আখতার (ফুটবল) ৫৩ ভোট, আদিতমারী উপজেলার ৪ নং আসনে শামছুন নাহার খানম (দোয়াত-কলম) ৯০ ভোট এবং লালমনিরহাট সদরের ৩ নং আসনে মেহেরুন নাহার (দোয়াত-কলম) ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সদস্য পদে বিজয়ী হয়েছে, ১ নং ওয়ার্ডে- মাহাবুবর রহমান প্রধান (তালা) ১৯ ভোট, ২ নং ওয়ার্ড- আব্দুস সালাম প্রধান (তালা) ২২ ভোট, ৩ নং ওয়ার্ড- ফরহাদ হোসেন লিটন (টিউবওয়েল) ২৬ ভোট, ৪ নং ওয়ার্ড- এরশাদ উল্ল্যা (তালা) ১৬ ভোট, ৫ নং ওয়ার্ড- আব্দুস ছামাদ (তালা) ২২ ভোট, ৬ নং ওয়ার্ড- আবু হেনা মোঃ হাসান মেহেদী অপন (হাতি) ২৩ ভোট, ৭ নং ওয়ার্ড- প্রফেসর ধনঞ্জয় কুমার রায় বিপুল (হাতি) ২১ ভোট, ৮ নং ওয়ার্ড- মোঃ আশিফুর হোসেন চৌধুরী (হাতি) ২০ ভোট, ৯ নং ওয়ার্ড- মোস্তাফিজার রহমান (হাতি) ২০ ভোট, ১০ নং ওয়ার্ড- আবু মুসা আল কুতুব (অটোরিক্সা) ২০ ভোট ও শফিকুল ইসলাম (হাতি) ২০ ভোট পাওয়ায় জেলা প্রশাসক কার্যালয়ে লটারীর মাধ্যমে আবু মুসা আল কুতুব বিজয়ী হয়, ১১ নং ওয়ার্ড- সেলিম হায়দার (টিউবওয়েল) ১৮ ভোট, ১২ ওয়ার্ড- মোঃ আব্দুস সোহরাব (তালা) ৩১ ভোট, ১৩ নং ওয়ার্ড- সাইফুল ইসলাম (তালা) ১৮ ভোট, ১৪ নং ওয়ার্ড- আবুল কাশেম (হাতি) ১৫ ভোট এবং ১৫ নং ওয়ার্ডে- তাহমিদুল ইসলাম বিপ্লব (তালা) ২২ ভোট পেয়ে বিজয়ী হন।
এদিকে ফলাফলে যাদের ভ্যাগে কোন ভোট পড়েনি তারা হলেন, ২ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম বসুনীয়া (তালা) ০০ ভোট, ৬ নং ওয়ার্ডের শরিফুল আলম খন্দকার (অটোরিক্সা) ০০ ভোট, ৮ নং ওয়ার্ডের তাইজুল ইসলাম (টিউবওয়েল) ০০ ভোট, ১১ নং ওয়ার্ডের আব্দুল আজিজ ( বৈদ্যুতিক পাখা) ০০ ভোট, আয়তুল ইসলাম ধনী (হাতি) ০০ ভোট, ১৩ নং ওয়ার্ডের আবু সাঈদ রুহুল আমিন (টিউবওয়েল) ০০ ভোট ও মেহেদী হাসান সরওয়ার (অটোরিক্সা) ০০ ভোট।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান জানিয়েছেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহন ও ফলাফল সম্পন্ন হয়েছে।