

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় জুই আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুই উপজেলার মদাতী ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সে ভোটমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার মৃত্যুতে পরিবারের লোকদের আহাজারিতে আকাশ বাতাস ভারাক্রান্ত । কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা মা স্বজনরা জুঁইয়ের অকাল মৃত্যু ।
স্থানীয়রা জানান, বিকেলে ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল জুই। এসময় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।