

স্পোর্টস আপডেট ডেস্ক – তিন ম্যাচ সিরিজে সমতার লক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। দলীয় ৩০ রানে টিম সাউদির বলে আউট হওয়ার আগে ১৬ রান করেন এই ওপেনার।
তামিম ইকবালের ফেরার পর ভালো জুটি গড়েছিলেন ইমরুল কায়েস-সাব্বির রহমান নিজেদের ভুলে রান আউট হয়ে ফিরলেন সাব্বির রহমান। সিরিজে ফিরতে এই ম্যাচ জেতার বিকল্প নেই টাইগারদের।
২৩ বলে ১৬ রান করে ফিরে যায় তামিম এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৯ রান। ৪৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন ইমরুল ও ০১ রানে সাব্বির রহমান।
এর আগে বৃহস্পতিবার নেলসনের সেক্সটন অভাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ইনিংসের প্রথম ওভার করতে গিয়ে মার্টিন গাপটিলকে তুলে নিয়ে দারুণ সূচনা এনে দেন তিনি। লেগ ও মিডেল স্ট্যাম্পের করা বলটি খেলতে গিয়ে মিস করলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন গাপটিল। এরপর দলীয় ৩৭ রানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফেরান তাসকিন আহমেদ।