

মোঃ আশিক, জবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রজেক্টের সাব-প্রজেক্ট TSIDP (CP#3381) এর আওতায় দুই দিনব্যাপী (১৫ ও ২৮ ডিসেম্বর) ‘Marketing Engineering Software & Research’ শীর্ষক ট্রেনিং প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠান গতকাল ২৮ ডিসেম্বর ২০১৬, বুধবার মার্কেটিং বিভাগের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়।
ট্রেনিং প্রোগ্রামের সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডঃ মীজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন অস্ট্রেলিয়ার Canberra বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের Professor Dr. Ali Quazi। এছাড়াও ট্রেনিং প্রোগ্রামে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন আরিফ বক্তব্য প্রদান করেন। ট্রেনিং প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। এ সময় উপাচার্য অধ্যাপক ডঃ মীজানুর রহমান ট্রেনিং প্রোগ্রামে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন।