

রেজাউল সরকার (আঁধার), গাজীপুর প্রতিনিধি: জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আজ বৃহস্পতিবার ভোর রাতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পর থেকেই গৃহবধুর স্বামী পলাতক। গৃহবধু মুলাইদ গ্রামের মোঃ সবুজ মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার রাতে গ্রামের জৈনক ইউসুফের বাসায় বাড়ায় থেকে সবুজ দম্পতী স্থানীয় নোমান গ্রুপের একটি পোশাক কারখানায় চাকুরী করতেন। পারিবারিক কলহের জের ধরেই গৃহবধুর রহস্যজনক মৃত্যু হতে পারে। তার পর থেকেই স্বামী সবুজের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
শ্রীপুর মডেল থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।