

নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৪৬তম স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ডিসেম্বর হতে ২৪টি ইভেন্টে স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।
অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদিপ কুমার সরকার, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামাণিক, প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ খান, প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, ক্রীড়া শিক্ষক ছালেক উদ্দিন প্রাং আনিছার রহমান, সাংবাদিক মোঃ রুহুল আমীন প্রমূখ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিযোগী চুড়ান্ত পর্যায়ে অংশ গ্রহন করেন। এবারে ক্রিকেট খেলায় আহসানউল্লা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন ও কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।