

সময়ের কণ্ঠস্বর- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলার মাটি থেকে জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ মাটিতে জঙ্গিদের আস্তানা হতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে জঙ্গিবাদ সংক্রান্ত এক বিশেষ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জঙ্গিদের উদ্দেশ্যে আইজিপি বলেন, আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। নচেৎ আপনাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তিনি জঙ্গি দমনে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য দেশের জনগণ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (গোপনীয়) মোঃ মনিরুজ্জামান সম্প্রতি রাজধানীর আজিমপুর, গাজীপুর জেলার জয়দেবপুর, পুরাতন জেএমবি এবং রাজধানীর দক্ষিণখানে জঙ্গি অপারেশনের বিভিন্ন দিক তুলে ধরেন।